Text size A A A
Color C C C C
সর্ব-শেষ হাল-নাগাদ: ৯ জানুয়ারি ২০১৭

শুদ্ধাচার কৌশল

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের  নৈতিকতা কমিটির ত্রৈমাসিক (অক্টোম্বর- ডিসেম্বর/২০১৬) সভার কার্যবিবরণী।

 

০৪ ডিসেম্বর ২০১৬ তারিখ বিকাল ২.০০ ঘটিকায় বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের (বাহাজউঅ) নৈতিকতা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। সভাপতিতব করেন বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক।

সভায় নিম্নবর্ণিত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

১।  জনাব মো: নূরুল আমিন, যুগ্মসচিব ও পরিচালক ( প্রশাসন ও অর্থ), বাহাজউঅ, ৭২ গ্রীন রোড, ঢাকা।

২।  ড. মো: রুহুল আমিন, পরিচালক ( জলাভূমি), বাহাজউঅ, ৭২ গ্রীন রোড, ঢাকা।

৩। ড. মো: নূরুল আলম, উপরিচালক (কৃষি ও মৎস্য), বাহাজউঅ, ৭২ গ্রীন রোড, ঢাকা।

৪।  জনাব মোহাম্মদ নাজমুল আহ্সান, উপরিচালক (প্রশাসন ও অর্থ), বাহাজউঅ, ৭২ গ্রীন রোড, ঢাকা।

 

সভার শুরুতে সভাপতি সকলকে স্বাগত জানান এবং অধিদপ্তরের শুদ্ধাচার কর্মপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি সর্ম্পকে কমিটির সদস্য সচিব কে উপস্থাপন করার জন্য আহবান জানান। সদস্য-সচিব, পরিচালক (জলাভূমি) জানান যে, গত সভার সিদ্ধান্তের আলোকে অত্র অধিদপ্তরের উপ-পরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব মোহাম্মদ নাজমুল আহসান এর উদোগ্যে নিয়মিত অফিস প্রাঙ্গন পরিস্কার করা হচ্ছে। ইতোমধ্যে শীতকাল শুরম্ন হয়েছে। অফিস প্রাঙ্গনে মৌসুমী ফলের চারা, কলম ইত্যাদি দ্বারা বাগান সৃজনের ওপর তিনি গুরম্নত্বারোপ করেন। সভাপতি  জানান যে, অফিস প্রাঙ্গন পরিস্কার রাখা সকলের দায়িতব এবং অফিস প্রাঙ্গনে বাগান সৃজনে সকলের সহযোগিতা কামনা করেন।

এ প্রসঙ্গে উপ-পরিচালক (প্রশা: ও অর্থ) জানান যে, শীত মৌসুমে শীতকালীন সবজি, ফুলের চাষ করার ব্যাপারে কর্মপরিকল্পনা রয়েছে। উপপরিচালক (কৃষি ও মৎস্য) বলেন গত বৎসর অফিস প্রাঙ্গনে ফুল-ফল শাকসবজীর বাগান করা হয়েছিল। সকলের সহযোগিতা নিয়ে এ বৎসর ও মনোরম বাগান করা হবে।

পরিচালক (জলাভূমি) সকলকে অবহিত করেণ যে, ইতোমধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ-টু-আই প্রকল্প থেকে অধিদপ্তরের ওয়েব সাইট উন্নয়নে তিনি এবং অত্র কার্যালয়ের ডাটা এন্ট্রি অপারেটর জনাব মো: নাইম উদ্দিন ৫ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেছেন এবং কেবিনেট বিভাগের ওয়েব সাইটের অনুরূপ এ অধিদপ্তরের একটি ডাইনামিক ওয়েব সাইট প্রস্ত্তত করা হচ্ছে।

বিস্তারিত আলোচনা শেষে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়ঃ

 

১। চলতি শীত মৌসুমে অফিস প্রাঙ্গনে সময়োপযোগী ফুল, ফল, পাতা বাহার, শাকসবজী ইত্যাদির গাছ/টব দ্বারা অফিস অঙ্গন সুসজ্জিত করার ব্যবস্থা নিতে হবে।

২। কেবিনেট বিভাগ/পানি সম্পদ মন্ত্রণালয়ের ওয়েব সাইটের অনুরূপ এ অধিদপ্তরের ওয়েব সাইট উন্নয়নের কাজ শেষ করে জনগণের জন্য উম্মুক্ত করতে হবে।

৩। কর্মচারীদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের ব্যবস্থা নিতে হবে।

 

আর কোন আলোচনা না থাকায় সভাপতি সভার সমাপ্তি ঘোষনা করেন।

স্বাক্ষরিত/-

তারিখ: ০৪.১২.২০১৬

(মোঃ মজিবুর রহমান)

মহাপরিচালক (অতিরিক্ত সচিব)

ফোনঃ ৯১৩৭৩১২

 

স্মারক নং: ৪২.০৪.০০০০.০০১.১৮.২৭৮.১৩-৭০৭                                        তারিখঃ ০৪ -১২-২০১৬ খ্রিঃ

অনুলিপি ( জ্যেষ্ঠতার ভিত্তিতে নয় ) :

১। যুগম সচিব, প্রশাসন-২ শাখা, পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।

২। পরিচালক ( প্রশাসন ও অর্থ) ও যুগম সচিব, বাংলাদেশ হাওর জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ৭২ গ্রীন রোড, ঢাকা।

৩। জনাব মোঃ  মোতাহার হোসেন, উপ-সচিব, প্রশাসন-১ শাখা, পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা ও ফোকাল পয়েন্ট কর্মকর্তা, শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন কমিটি।

৪। সিনিয়র সচিব মহোদয়ের একান্ত সচিব, পানি সম্পদ মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকা। সিনিয়র সচিব মহোদয়ের সদয় জ্ঞাতার্থে।

৫। উপ-পরিচালক (কৃষি ও মৎস্য), বাংলাদেশ হাওর জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ৭২ গ্রীন রোড, ঢাকা।

৬। উপ-পরিচালক ( প্রশাসন ও অর্থ), বাংলাদেশ হাওর জলাভূমি উন্নয়ন অধিদপ্তর, ৭২ গ্রীন রোড, ঢাকা।

৭। অফিস কপি।

(ড. মোঃ রুহুল আমিন)

পরিচালক (জলাভূমি) ও যুগ্মসচিব

ফোনঃ ৯১২৭০০৯


Share with :

Facebook Facebook