Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১১ সেপ্টেম্বর ২০২৪

বিশেষ সতর্কবার্তা (১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি., সন্ধা ০৬.০০ টা)


প্রকাশন তারিখ : 2024-09-10

বিশেষ সতর্কবার্তা

(১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি., সন্ধা ০৬.০০ টা)

 

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, ভারত আবহাওয়া অধিদপ্তর এবং বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্যের প্রেক্ষিতে, আগামী ১১ হতে ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রি. মেয়াদে দেশের চট্টগ্রাম, সিলেট বিভাগ এবং তৎসংলগ্ন উজানের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর ভারতের আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের (>৭০ মি.মি) এবং ১২ সেপ্টেম্বর আসাম ও মেঘালয় রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের (>৭০ মি.মি) পূর্বাভাস রয়েছে।  এছাড়াও, আগামী ১৩ সেপ্টেম্বর ভারতের ত্রিপুরা এবং মিজোরাম রাজ্যে বিক্ষিপ্তভাবে অত্যন্ত ভারী বৃষ্টিপাত (>২০০ মি. মি.), আসাম ও মেঘালয় রাজ্যে অতিভারী (>১২০ মি.মি) এবং ১৪ সেপ্টেম্বর আসাম-মেঘালয় রাজ্যে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের (>৭০ মি.মি) প্রবণতা রয়েছে। বৈশ্বিক আবহাওয়া সংস্থা ECMWF মোতাবেক ১১ হতে ১৩ সেপ্টেম্বর দেশের চট্টগ্রাম, সিলেট বিভাগসহ সংশ্লিষ্ট উজানে ক্রমপুঞ্জিত বৃষ্টিপাতের পরিমান সর্বোচ্চ ৩০০ মি.মি. এর পূর্বাভাস রয়েছে।

 

চট্টগ্রাম বিভাগের নদীসমূহের পানি সমতল সম্পর্কিত পূর্বাভাসঃ

 

চট্টগ্রাম বিভাগের ফেনী, মুহুরী ও মাতামুহুরী নদীসমূহের পানি সমতল স্থিতিশীল আছে, অপরদিকে সাঙ্গু, হালদা ও গোমতী নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ১৮ ঘণ্টা পর্যন্ত এসকল নদীসমূহের পানি সমতল স্থিতিশীল থাকতে পারে। দেশে এবং উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতার প্রেক্ষিতে, আগামী ১২ হতে ১৪ সেপ্টেম্বর মেয়াদে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলার ফেনী, মুহুরী, হালদা, মাতামুহুরী, সাঙ্গু, গোমতী ইত্যাদি নদীসমূহের পানি সমতল দ্রুত বৃদ্ধি পেতে পারে এবং কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

 

 

সিলেট বিভাগের নদীসমূহের পানি সমতল সম্পর্কিত পূর্বাভাসঃ

 

সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীসমূহের পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ১৮ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। সিলেট বিভাগের অন্যান্য প্রধান নদীসমূহ- মনু, সারিগোয়াইন, ধলাই, খোয়াই ইত্যাদির পানি সমতল হ্রাস পাচ্ছে। আগামী ১৮ ঘন্টা পর্যন্ত এ নদীসমূহের পানি সমতল হ্রাস পেতে পারে। দেশে ও উজানে ভারী বৃষ্টিপাতের প্রবণতার প্রেক্ষিতে, আগামী ১২-১৪ সেপ্টেম্বর মেয়াদে সিলেট বিভাগের সুরমা, কুশিয়ারা, মনু, সারিগোয়াইন, ধলাই, খোয়াই ইত্যাদি নদীর পানি সমতল বৃদ্ধি পেতে পারে।

 

 

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র

বাপাউবো, ঢাকা