Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st মার্চ ২০১৭

বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর কর্তৃক ০২ ফেব্রুয়ারি ২০১৭ বিশ্ব জলাভূমি দিবস উদযাপন করেছে।


প্রকাশন তারিখ : 2017-02-08

গত ০২ ফেব্রুয়ারি ২০১৭ ‘বিশ্ব জলাভূমি দিবস’ উপলক্ষ্যে ২-৪ ফেব্রুয়ারি, ২০১৭ ‘তিনদিন ব্যাপী আলোকচিত্র প্রদর্শনী’ পানিসম্পদ মন্ত্রণালয়ের অধীনস্থ বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন অধিদপ্তর এবং ব্র্যাক-এর যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

‘জল ও জনের গল্প’ শিরোনামের এই প্রদর্শনী উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো: নজরুল  ইসলাম বীর প্রতীক এমপি এবং ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ, কেসি এমজি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।

হাওর ও জলাভূমির জীবন ও জীবিকার এই আলোকচিত্র প্রদর্শনীতে দর্শক মুগ্ধ হয়েছেন।